নারায়ণগঞ্জে শত কুটি টাকার জমি উদ্ধারে রেলওয়ে কর্তৃপক্ষ


নারায়ণগঞ্জে অবৈধ দখলে থাকা শত শত কোটি টাকার জমি উদ্ধারে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ।  বুধবার থেকে নারায়ণগঞ্জে রেলওয়ে কর্তৃপক্ষ রেলের জমি উদ্ধারে অভিযান শুরু করে। বুধবার প্রথম দিন নারায়ণগঞ্জ রেল স্টেশনে প্রায় একর জমি উদ্ধার করে রেল কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে প্রায় এক কিলোমিটার দৈর্ঘের জমি অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে দিন ব্যাপী শহরের এক নম্বর রেলগেটের সামনে থেকে বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল (ঢাকা) এস্টেট অফিসার ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলামের নেতৃত্বে শহরের উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে শহরের দীর্ঘ দিনের থান কাপড়ের মার্কেটটিও উচ্ছেদ করা হয়। উচ্ছেদের খবর পেয়ে গত বুধবার দোকান থেকে জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায় ব্যবসায়ীদের। নজরুল ইসলাম জানান, রেলওয়ের জমি অবৈধভাবে দখলে রেখে যেসব স্থাপনা তৈরি করা হয়েছিল টানা দ্বিতীয় দিনের মত সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজকে প্রায় কিলোমিটারের মত রেলওয়ের জমি অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান চলবে। রেলওয়ের সকল জমি অবৈধ দখলমুক্ত করা হবে।

Post a Comment

0 Comments