স্ত্রীর হাতে মার খেলেন শ্রমিকলীগ নেতা


বিগত এক দশক ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রমিক আন্দোলনে একক নেতৃত্ব দিয়ে আসছেন একজন শ্রমিকলীগ নেতা। তবে গত এক বছর ধরে এই শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে আলোচনার পাশাপাশি সমালোচনাও সৃষ্টি হয়েছে। আর সেই সমালোচনায় এবার নতুন মাত্রা যোগ করেছে ওই শ্রমিকলীগ নেতার দ্বিতীয় বিয়ে এবং স্ত্রীর হাতে পিটুনি খাওয়ার ঘটনা। তার এই পিটুনি খাওয়ার ঘটনা নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বইছে নানা গুঞ্জন। জানা যায়, নারায়ণগঞ্জের ওই শ্রমিকলীগ নেতা অনেকদিন আগেই একটি বিয়ে করেছিলেন। কিন্তু গত একবছর ধরে নারায়ণগঞ্জের একটি ফিলিং স্টেশনের পাশের বাড়ির এক নারীর সাথে সখ্যতা গড়ে উঠে তার। এক পর্যায়ে তাদের সেই সখ্যতা বিয়েতে গিয়ে পরিণত হয়। ফলে ওই নারীর বাড়িতে কয়েক দিন পর পরই ওই শ্রমিক লীগ নেতা যাতায়াত করতেন। কিন্তু এই বিষয়টি প্রথম স্ত্রী তার মায়ের কাছে সন্দেহজনক মনে হয়। ফলে গত কয়েক মাস ধরেই তারা এই বিষয়টি পর্যবেক্ষেণ করে নিশ্চিত হন ওই শ্রমিকলীগ আরেকটি বিয়ে করেছেন। যার সূত্র ধরে ওই শ্রমিকলীগ নেতার প্রথম স্ত্রী সহ তার পরিবারের লোকজন চাচ্ছিলেন তার দ্বিতীয় স্ত্রীকে সরিয়ে নিতে। কিন্তু অনেকবার বলার পরেও ওই শ্রমিকলীগ নেতা তাদের কথা শুনছিলেন না। সবশেষ তার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী সহ পরিবারের লোকজনদের নিয়ে পারিবারিকভাবে সমাধানের লক্ষ্যে আলোচনায় বসেন। আর ওই আলোচনায় তারা পরস্পরের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যান। এক পর্যায়ে তার কোন এক স্ত্রী রেগে গিয়ে ওই শ্রমিকলীগ নেতার চোখে ঘুষি মারেন। আর এই এক ঘুষিতেই ওই শ্রমিকলীগ নেতা কুপোঘাত হয়ে হাসপাতালে চিকিৎসাও নেন। এদিকে তার এই ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন মহলে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। অনেকেই মনে করছেন, ইসলাম ধর্মমতে বিয়ে করার অনুমতি রয়েছে। যদি তিনি বিয়ে করেই তাহলে দোষের কিছু করেনি তিনি। তবে ইসলাম ধর্মের বিধান হচ্ছে, দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। অন্যথায় এই বিয়ে গ্রহণযোগ্য হবে না। যদি ওই শ্রমিকলীগ নেতা অনুমতি না নিয়ে বিয়ে করে থাকেন তাহলে অনেক বড় ভুলই করেছেন তিনি। একই সাথে অনেকে আবার এই বিয়ের সূত্র ধরে তার ব্যক্তিগত চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। সূত্র বলছে, নারায়ণগঞ্জের ওই শ্রমিকলীগ নেতা একজন তুখোড় শ্রমিক নেতা। তার রাজনৈতিক জীবনে রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য। শ্রমিকদের যে কোন আন্দোলন সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। যদিও সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা তাকে কিছুটা ব্যাকফুটে করে দিয়েছে। তারপরেও তিনি নানাভাবে সম্মুখপানে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

Post a Comment

0 Comments