জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের যথা সময়ে কেন্দ্রে পৌঁছার দায়িত্ব নিলেন- ছাত্রলীগ


স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে অয়ন ওসমানের নির্দেশক্রমে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের পরীক্ষার হলে যথাযথ সময়ে পৌঁছার উদ্যোগ নিয়েছেন তরুণ ছাত্রলীগ নেতা এসআই শ্রাবন মুন্সি। সে ক্ষেত্রে গত শনিবার ২রা নভেম্বর পরিক্ষা শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য সড়কপথে যানজট নিরসনের কাজে পুলিশের সঙ্গে সংঘবদ্ধ ভাবে কাজ করে যাবেন তারা। প্রথম দিনেই পরীক্ষার শুরুতেই শ্রাবন মুন্সির নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ দায়িত্বরত ছাত্রলীগকর্মীরা ব্যাপক ভাবে সড়কপথে যানজট নিরসনের জন্য কাজ করেন।জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের তরুণ প্রজন্মের ছাত্রলীগ নেতা এসআই শ্রাবন মুন্সি উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় আছেন। তিনি নারায়ণগঞ্জ তোলারাম কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র বিসেবে অধ্যায়নরত আছেন। সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকার মফিজ উদ্দিন মুন্সির একমাত্র ছেলে শ্রাবন মুন্সি। শ্রাবন ছাত্র জীবন থেকে প্রতিটি বিভাগে প্রথমস্থান অধিকার করেন। তার উদ্যোগে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের যথাসময়ে পরিক্ষার কেন্দ্রে পৌছার দায়িত্ব গ্রহণে ব্যাপক ভূমিকা পালন করেন। তিনি ছাত্রলীগ নেতা নয়, তিনি ছাত্রলীগ কর্মী হতে অনেক পছন্দ করেন বলে জানাযায়। সংবিধানিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে, দেশের এবং দশের স্বার্থে ব্যাপক ভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে তার। এসআই শ্রাবন মুন্সি সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের ভবিষ্যত কান্ডারী জননেতা এ.কে.এম অয়ন ওসমানের নির্দেশে, জেলা ছাত্রলীগ উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে যৌথভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছি। আমার নেতৃত্বে জেলা ছাত্রলীগ ও নারায়ণগঞ্জ জেলার যুব সমাজ সংগঠন মিলে  আমরা অক্লান্ত পরিশ্রমে। সকল শিক্ষার্থীদেরকে যথাযথ সময়ে হলে পৌঁছাতে পেরেছি এবং এধরনের আগাম ভবিষ্যতে কর্মকান্ড আরও অব্যাহত থাকবে। তিনি আর বলেন, রাজপথ আন্দোলনের মহানায়ক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকিরুল আলম হেলাল তার আদর্শে আমি আদর্শীত হয়েছি এবং আমার ছাত্রলীগের আলোর পথ দেখানো শুরু করেছেন তারা। আগাম ভবিষ্যতেও নারায়ণগঞ্জের বিপ্লবী নেতা হেলাল ও ভবিষ্যত কান্ডারী অয়ন ওসমান তাদের হাত ধরে চিরদিন বেঁচে থাকতে চাই বলে জানান তিনি।

Post a Comment

0 Comments