রাজনীতিতে এখন ধান্দা আর মাস্তানিতে চলে গেছে : আনোয়ার


নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, রাজনীতি মানুষের কল্যানের জন্য রাজনীতি নেয়ার জন্য না, দেয়ার জন্য বঙ্গবন্ধু বলেছিলেন ছাত্রজীবনে ভালো ছাত্র হও, মানুষের মত মানুষ হও, মানুষের কল্যাণ করতে শিখ আমি তার আদর্শে উজ্জীবিত হয়ে তার একজন কর্মী হিসেবে রাজনীতি করে যাচ্ছি মানুষকে যদি ভালোবাসা যায়, মানুষের কল্যাণ করা যায় তাহলে সুন্দর রাজনীতির সার্থকতা লাভ করা যায় একসময় আমি ভালো ছাত্র ছিলাম, বোর্ডে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে মেট্রিকে উত্তীর্ণ হয়েছিলাম রাজনীতিতে এসেছি মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে কিছু দেয়ার জন্য সারাজীবন রাজনীতি করেছি মানুষের পাশে থাকার জন্য, তাদের বিপদে আপদে এগিয়ে আসার জন্য
সারা নারায়ণগঞ্জের রাজনীতির জীবনে আমার সবচেয়ে বড় পাওয়া মানুষ আমাকে ভালোবাসে, সম্মান করে, সালাম দেয়, ভক্তি করে, শ্রদ্ধা করে একজন স্বচ্ছ সজ্জন রাজনীতিবিদ হিসেবে এর চেয়ে বড় পাওনা আমার জীবনে আর কিছুই নেই দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক ইচ্ছা ছিল জনপ্রতিনিধি হবার ইচ্ছা ছিল মেয়র হবো, এমপি হবো, উপজেলা চেয়ারম্যান হবো কিন্তু কোনটাই আমার ভাগ্যে জোটে নাই শেষ জীবনে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে তার দয়ায় জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি আসলেই মানুষকে ভালোবাসেন কর্মিদের ভালোবাসেন তিনি পুরো নারায়ণগঞ্জের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত মানুষের জন্য কাজ করছি আমি, করে যাবো
বর্তমান রাজনীতি এমন পর্যায়ে চলে এসেছে যে ধান্দা আর ধান্দা সুবিধাবাধীদের রাজনীতিতে ছেয়ে গেছে পুরো বাংলাদেশ কাউয়া, ব্যাঙ আর সন্ত্রান্সী মাস্তানি যাদের তাদের আজকে রাজনীতি আজকে একটা পর্যায়ে চলে গেছে জননেত্রী শেখ হাসিনা উপলব্দি করেছেন যারা আমার সত্যিকার কর্মী তাদের মূল্যায়ন করা উচিত কারণে যারা রাজনীতিতে সুবিধাবাদীদের দলে, নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতি করে, আজকে আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা লিপ্ত সে সমস্ত নেতাকর্মীদের আজকে তাই নেত্রী আইনের কাঠগড়ায় এনে বিচারের মুখোমুখী দাঁড় করিয়েছেন আজকে আমার ৫০তম রাজনীতির জীবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করলেন রাজনীতিতে এসবের কোন স্থান নেই নৌকা মার্কা প্রতীকের পাশ করানোর আগে স্লোগানের দরকার পড়লে কর্মীদের দরকার পড়ে পাশ করলে আর তাদের দরকার পড়েনা সে সমস্ত সুবিধাবঞ্চিত লোকদের আজকে সরিয়ে দিয়ে শেখ হাসিনা আজকে সত্যিকারের ত্যাগী কর্মীদের মুল্যায়নের চেষ্টা করছেন তাই আমরা উজ্জীবিত
১৫ আগস্ট জাতির জনককে হত্যার পর মিছিল হবে মিটিং হবে প্রতিবাদ হবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা সেটা লক্ষ্ করিনাই ১৯৭৪ সালে আমরা দেশে ছিলাম, তখন বঙ্গবন্ধুর চতুর্দিকে যারা মুজিব কোট পরে বলেছিলেন এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে বঙ্গবন্ধু যখন ধানমন্ডির ৩২ নম্বরে মারা গেল একজন মুজিব কোটের নেতাকেও সেদিন দেখলাম না আমরা সেদিন ছাত্র আর ছাত্র হিসেবে সেদিন আমাদের বিবেককে ধ্বংসন করেছিল সেদিন কিছু নেতাকর্মীদের নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যার কারণে মাস আমাকে কারা নির্যাতন সহ্য করতে হয়েছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়েই রাজনীতিতে আসা উচিত বর্তমানে রাজনীতির যে অবস্থা চলছে সে অবস্থায় সুবিধাবাদী হাইব্রিড আর কাউইয়া ব্যাঙয়ের জন্য রাজনীতি পূনবাসন করা সম্বব হচ্ছেনা
আওয়ামীলীগ মানুষের কল্যানের জন্য মানুষের ভালোবাসা পেতে রাজনীতি করে মানুষের মধ্যেই আওয়ামীলীগের ঠিকানা হওয়া উচিত বঙ্গবন্ধুর আদর্শের জন্য আমাদের সকলকে একসাথে কাজ করে সোনার বাংলা করতে কাজ করতে হবে আমরা আঙ্গুল ফুলে কলাগাছ হতে চেষ্টা করি এই নির্বাচনের পরেও দেখলাম অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন আমরা কে কত বড়লোক হতে পারবো গাড়ি বাড়ির মালিক হতে পারবো নির্বাচন হলে সেই চিন্তা করি আর কর্মীদের কথা জনগনের কথা ভূলে যাই আসুন আজকে আমরা শপথ নেই ঐক্যবদ্ধ হই যে জাতির জনকের তার কন্যার স্বপ্ন সোনার বাংলা গড়তে একসাথে কাজ করবো শেখ হাসিনা জীবনে অনেক রিস্ক নিয়েছেন এবং বার বার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আবারো দেশের মানুষের জন্যই কাজ করেছেন করছেন এবং প্রমান করেছেন যে বঙ্গবন্ধুর রক্ত কখনো দেশের সঙ্গে বেঈমানী করতে পারেনা তাই আসুন ভাইয়ের রাজনীতি নয়, দেশের দলের রাজনীতি করি, মানুষের রাজনীতি করি
সেদিন গাইকা মমতাজ আওয়ামীলীগে যোগদান করেছে এমপি হয়েছে তিনি শুধু একটা কথা বলেছে, ওই ভাইয়ের রাজনীতি পরিহার করেন ওই কাউয়ার রাজনীতি পরিহার করেন আসুন শেখ হাসিনার রাজনীতি করি আওয়ামীলীগের রাজনীতি করি কারণ শেখ হাসিনা অনেক চেষ্টা করছেন এই আওয়ামীলীগকে সৎ আদর্শবার সংগঠনে দাঁড় করানোর জন্য আসুন আমিও বলি ভাই বোনের রাজনীতি পরিহার করে শেখ হাসিনা বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠা করি তাহলে দেশ সোনার দেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নও পূরণ হবে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করুন, নিজেদের স্বার্থের কথা ভূলে যান
ভোগের রাজনীতি পরিহার করেন, মানুষের অধিকার আদায়ের জন্য চেষ্টা করুন মানুষের অভাব পূরণ করে চাহিদা পূরণের জন্য কাজ করেন আদর্শ পরিহার করে রাজনীতি করলে আওয়ামীলীগের রাজনীতি হলোনা ভাইয়ের রাজনীতি বোনের রাজনীতি প্রতিষ্ঠা করতে আমরা রাজনীতিতে আসিনি আমরা দেশে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এসেছি রাজনীতিতে জননেত্রী শেখ হাসিনা আমাদের আদর্শ তার নেতৃত্বের তার রাজনীতিই আমাদের করতে হবে
১২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় ২নং রেলগেইটস্থ মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ বাস্তহারালীগ নারায়ণগঞ্জ মহানগর কমিটির পরিচিতি সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন
নারায়ণগঞ্জ মহানগর বাস্তহারালীগের সভাপতি জয়নাল আবেদীন রাজু সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় বাস্তহারালীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বাবু বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, কেন্দ্রীয় বাস্তহারালীগের সহ-সভাপতি গাজী শাহাবুদ্দিন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ সরকার জনি সার্বিক তত্বাবধায়নে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী

Post a Comment

0 Comments