ব্যক্তিগতভাবে আমি এসপি হারুনকে পছন্দ করতাম: সেলিম ওসমান


শহর সংবাদদাতা: বিগত এসপি হারুন অর রশিদ থাকাবস্থায় নারায়ণগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর আমি সেখানে বলেছিলাম, পুলিশের ক্ষমতা আছে ,পুলিশ ইচ্ছা করলে বাসর ঘরেও ঢুকতে পারে কিন্তু পুলিশকে বুঝতে হবে বাসর ঘরে প্রবেশ করাটা ঠিক হবে কিনা আমি একটা উদাহরণ দিয়েছিলাম এই উদাহরণটা বারাবার হানা, বারবার এইটা-ঐটা যা নারায়ণগঞ্জের মানুষকে অস্থির করে তুলেছিলো তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেলো ব্যক্তিগতভাবে আমি তাকে ভীষণভাবে পছন্দ করতাম উনিও আমাকে ভীষণভাবে পচ্ছন্দ করতেন আমরা একে অপরের প্রশংসা করতাম
বুধবার(১৩ নভেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন আমন্ত্রণ কনভেনশন সেন্টারে আয়কর মেলা -২০১৯ নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ- আসনের সাংসদ একেএম সেলিম ওসমান একথা বলেন
তিনি বলেন, এই অবস্থাতে  মানুষের ভিতর একটা আতঙ্ক ঢুকে গেলা, পুলিশ মানেই একটা ভীতিকর অবস্থা কিন্তু পুলিশ মানেই হচ্ছে জনগণের বন্ধু ঠিক একই রকম অবস্থা হলো এই আয়কর অফিস আগে আয়কর অফিস মানে বুঝতাম, লম্ব জুব্বা পরা, মুখ ভর্তি দাড়ি, মোটা চশমা পড়া আর কথায় কথায় ধমক এটা কিন্তু আমরা দেখে এসেছি তার জন্য কর নিয়ে আমাদের ভয় ছিলো তবে বর্তমানে অনেক পরিবর্তন এবং সহজ হয়ে এসেছে কর দেয়া বর্তমান আয়কর অফিসারদের দেখলে বোঝা যায়না  ছবির নায়ক না কে তাই আমাদের এই বিষয়ে সবাইকে আরো উদ্বুদ্ধ করতে হবে যাদের আয়কর দিতে ইচ্ছা করে না তাদেরকে আমাদের বোঝাতে হবে যে আয়কর দেওয়াটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং দেশের উন্নয়নে কাজ করা আয়কর দিলে গর্ববোধ করা যায় যে, দেশে যে বড় বড় প্রজেক্ট হচ্ছে তাতে আমাদের অংশীদারিত্ব আছে
বক্তব্য শেষে আয়কর মেলা-২০১৯ কর অঞ্চল নারায়ণগঞ্জের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাংসদ সেলিম ওসমান উক্ত অনুষ্ঠানে কর অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার মোঃ নাজমুল করিম সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সাংসদ এড. হোসনে আরা বাবলী, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা আইসিটি) রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার(-অঞ্চল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, কর অঞ্চল নারায়ণগঞ্জের অতিরিক্ত কর কমিশনার আব্দুস সবুর খান, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সহ-সভাপতি এড.সুলতান উদ্দিন নান্নু প্রমুখ
এর আগে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ জেলার সর্বোচ্চ, দীর্ঘ মেয়াদী, মহিলা তরুণ করদাতা শিরোনামে মোট ৪টি ক্যাটগরিতে ২১জনকে করদাতাকে সম্মাননা ক্রেস্ট সনদপত্র প্রদান করা হয়

Post a Comment

0 Comments